লক্ষ্য ও উদ্দেশ্য : ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে (Welfare State) উন্নীত করা।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে অঙ্গীকারের ভিত্তিতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই অঙ্গীকার আজও বাস্তবায়ন হয়নি বলেই আরেকটি নতুন রাজনৈতিক উদ্যোগ আমাদের নিতে হয়েছে। মানুষ ৭১ এ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল একইভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় হবে এটাই প্রত্যাশা আমাদের।
আমাদের রাজনীতি মানুষের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণের রাজনীতি, আমাদের রাজনীতি ঐক্যের রাজনীতি, আমাদের রাজনীতি সেবার রাজনীতি।
1-800-455-0028 (Toll-free)
929-404-1776
347-279-5868
One World Trade Center, Suite 8500
New York NY 10007